পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়েজিত সরকারের সর্বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মূল লক্ষ্য হচ্ছে মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী গঠন। পল্লীর জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনমূলক মূল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কর্মসূচী ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিআরডিবি’র চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে ৩০২২ টি মানব সংগঠন সৃষ্টির মাধ্যমে পল্লীর জনগনকে উন্নয়নের জন্য সংগঠিত করা ১১১১৫৫ জন নতুন সুফলভোগীর অন্তর্ভুক্তি, উপকারভোগীদের ১০০৬.৩৭ লক্ষ টাকা মূলধন গঠন ৯২২৯৪ জন সুফলভোগীকে বিভিন্ন উৎপাদনমূখী ও আয়বর্ধনমূলক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান, মূলধন সহায়তা হিসেবে ১৭৬৮৯.২৩ লক্ষ টাকা ঋণ বিতরণ, আদায়যোগ্য ঋন হতে ১৫৫৮৫.৩৬ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়েছে। এছাড়া এই জেলায় মোট ০৯ টি কর্মসূচী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS