Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা অফিস পরিদর্শণ

১২/০২/১৮ তারিখে উপপরিচালক বিআরডিবি বিরামপুর উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শন মন্তব্যঃ অদ্য বিরামপুর উপজেলা পরিদর্শনে আসি। ইউআরডিও এবং এআরডিও এর পদশূন্য শুধুমাত্র জুনিয়র অফিসার আছেন। পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ এর ইউআরডিও এ উপজেলার ইউআরডিও এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ইউসিসিএ লিঃ এর ক্যাশ বহি ও সাধারণ খতিয়ান দেখেন অগ্রণী ব্যাংকে রক্ষিত STD হিসাব নম্বর ১১৩তে ৩১ শে জানুয়ারী/১৮ পর্যন্ত ৪,৫৫,৬৭৬/১ টাকা আছে। ইউআরডিও এবং জুনিয়র অফিসার এখন পর্যন্ত FDR করেন নাই ফলে ইউসিসিএ লিঃ আর্থিকভাবে বঞ্চিত হচ্ছে তাই আগামীকাল  FDR করার জন্য বলা হলো। অত্র ইউসিসিএ লিঃ এ ০১জন অফিস সহকারী  ও ০১ জন অফিস সহায়ক মোট ০২ জন ষ্টাফ আছেন। পরিদর্শক না থাকায় ঋণ আদায়ের কার্যক্রম ব্যহত হচ্ছে। ইউআরডিও ও জুনিয়র অফিসারকে মাঠে যাওয়ার জন্য এবং অফিস সহায়ক ও অফিস সহকারীকে বন্টনকৃত সমিতিগুলির তদারকি জোরদার করনের জন্য পরামর্শ দেওয়া হলো। হস্তমজুদ ও আত্নসাত না হওয়ার জন্য এবং wcs এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা ও wcs অনুযায়ী পাশ বহি যাচাই করার জন্য বলা হলো। অতঃপর মানুষমুড়া ও পলাশবাড়ী kSS এ পরিদর্শন করি।